গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রবেশন অফিসারের কার্যালয়
বান্দরবান পার্বত্য জেলা|
সেবা প্রদান প্রতিশ্রুতি (সিটিজেনস চার্টার )
১. ভিশন ও মিশন
১.১ ভিশনঃ সামাজিক কল্যাণ, সুরক্ষা, ক্ষমতায়ন এবং উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের জনগণের জীবনমান উন্নয়ন|
১.২ মিশনঃ উপযুক্ত সম্পদের ব্যবহার করে প্রাসঙ্গিক অংশীদারিত্বের ভিত্তিতে সুসংহত ও বিকাশমান সামাজিক সেবা প্রদানের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়ন|
২. প্রতিশ্রুতি সেবাসমূহ
২.১) নাগরিক সেবা
ক্রম. |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র |
প্রাপ্তির স্থান |
ফি/ চার্জেস |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা |
১ |
প্রবেশন সহায়তা |
প্রবেশন অব অফেন্ডার্স অর্ডিন্যান্স, ১৯৬০ মোতাবেক প্রথম, লুঘু অপরাধ বা অন্যান্য দন্ডপ্রাপ্ত ব্যক্তিদের (প্রবেশনার ) সহায়তা প্রদান, কাউন্সিলিং, আদালত কর্তৃক প্রবেশনারদের প্রদেয় শর্তসমূহ পালনে মনিটরিং,রির্পোট প্রদান ও অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি, বান্দরবানের মাধ্যমে পুনর্বাসন| |
সংশ্লিষ্ট আদালতের নথি, প্রবেশন বন্ড |
সংশ্লিষ্ট আদালত ও প্রবেশন কার্যালয়| |
বিনামূল্যে |
আদালত কর্তৃক নির্ধারিত সময়সীমা (১-৩ বৎসর) |
প্রবেশন অফিসার প্রবেশন অফিসারের কার্যালয় বান্দরবান পার্বত্য জেলা| ফোন: ৮৮০-২৩৩৭৭১০১১৭ Email: po.bandarban@dss.gov.bd |
২ |
ডাইভারশন প্রাপ্ত শিশুদের সহায়তা |
শিশু আইন ২০১৩ মোতাবেক ডাইভারশন প্রাপ্ত শিশুদের কাউন্সেলিং, পারিবারিক সম্মেলনের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি, আদালত কর্তৃক ডাইভারশন প্রাপ্ত শিশুদের প্রদেয় শর্তসমূহ পালনে মনিটরিং, রির্পোট প্রদান ও সিএসপিবি ও অপরাধী সংশোধন ও পুনর্বাসনসমিতি, বান্দরবানের মাধ্যমে পুনর্বাসন| |
*২০০/- বন্ডের অঙ্গীকার পত্র; *বিবাদী, তারবাবা ও জামিনদারের NID/ জন্মনিবন্ধন এর ফটোকপি; আপোষনামা |
সংশ্লিষ্ট আদালত, থানা এবং প্রবেশন কার্যালয় |
*২০০/- বন্ডের অঙ্গীকার পত্র
|
আদালত, থানা এবং প্রবেশন অফিসার কর্তৃক নির্ধারিত সময়সীমা (০১ বৎসর +-) |
প্রবেশন অফিসার প্রবেশন অফিসারের কার্যালয় বান্দরবান পার্বত্য জেলা| ফোন: ৮৮০-২৩৩৭৭১০১১৭ Email: po.bandarban@dss.gov.bd: |
৩ |
আইনের সাথে সংঘাতে জড়িত শিশুদের সহায়তা |
শিশু আইন ২০১৩ মোতাবেক আইনের সাথে সংঘাতে জড়িত শিশুদের কাউন্সেলিং, পরামর্শ, জামিন, বিকল্পপন্থায় নেয়া বা জেলা লিগ্যাল এইড অফিসারের মাধ্যমে শিশুর সর্বোত্তম কল্যাণ নিশ্চিত করা| |
সংশ্লিষ্ট আদালত বা থানা কর্তৃক প্রদত্ত নথি বা তথ্যাদি |
সংশ্লিষ্ট আদালত ও থানা এবং প্রবেশন কার্যালয় |
বিনামূল্যে |
আদালত, থানা এবং প্রবেশন অফিসার কর্তৃক নির্ধারিত সময়সীমা |
প্রবেশন অফিসার প্রবেশন অফিসারের কার্যালয় বান্দরবান পার্বত্য জেলা| ফোন: ৮৮০-২৩৩৭৭১০১১৭ Email: po.bandarban@dss.gov.bd |
৪ |
আইনের সংস্পর্শে আসা শিশুদের সহায়তা |
শিশু আইন ২০১৩ মোতাবেক আইনের সংস্পর্শে আসা শিশুদের কাউন্সেলিং,পরামর্শ, জামিন, বিকল্প পন্থায় নেয়া বা জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আইনি সহায়তা প্রদান এবং এর মাধ্যমে শিশুর সর্বোত্তম কল্যাণ নিশ্চিত করা| |
সংশ্লিষ্ট আদালত বা থানা কর্তৃক প্রদত্ত নথি বা তথ্যাদি |
সংশ্লিষ্ট আদালত ও থানা এবং প্রবেশন কার্যালয় |
বিনামূল্যে |
আদালত, থানা এবং প্রবেশন অফিসার কর্তৃক নির্ধারিত সময়সীমা |
প্রবেশন অফিসার প্রবেশন অফিসারের কার্যালয় বান্দরবান পার্বত্য জেলা| ফোন: ৮৮০-২৩৩৭৭১০১১৭ Email: po.bandarban@dss.gov.bd: |
৫ |
সুবিধা বঞ্চিত শিশুর পুনর্বাসন/বিকল্পপন্থা নির্ধারণ |
শিশু আইন ২০১৩ মোতাবেক সুবিধা বঞ্চিত শিশুদের কাউন্সেলিং, পরামর্শ, সমাজে অন্তরভুক্তকরণ, বিকল্পপন্থায় নেয়া, প্রত্যয়িত প্রতিষ্ঠানে প্রেরণ বা সিএসপিবি, শিশু কল্যাণ বোর্ড বা অন্য কোন মাধ্যমে সহায়তা প্রদান এর মাধ্যমে শিশুর সর্বোত্তম কল্যাণ নিশ্চিত করা| |
থানা, সরকারি, বেসরকারি বা ব্যক্তি কর্তৃক প্রদত্ত নথি বা তথ্যাদি |
সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা কার্যালয় বা জেলা প্রবেশন কর্মকর্তার কার্যালয় |
বিনামূল্যে |
সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা কার্যালয় বা জেলা প্রবেশন কর্মকর্তার কার্যালয় কর্তৃক সময়সীমা |
প্রবেশন অফিসার প্রবেশন অফিসারের কার্যালয় বান্দরবান পার্বত্য জেলা| ফোন: ৮৮০-২৩৩৭৭১০১১৭ Email: po.bandarban@dss.gov.bd |
৬ |
কারাবন্দী, প্রবেশনার বা ডাইভারশন প্রাপ্ত শিশুদের পুনর্বাসনে সহায়তা |
অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি, বান্দরবানের মাধ্যমে বান্দরবান কেন্দ্রীয় কারাগারে বন্দীব্যক্তি বা প্রবেশন অব অফেন্ডার্স অর্ডিন্যান্স, ১৯৬০ মোতাবেক প্রথম, লূঘু অপরাধী বা অন্যান্য দন্ডপ্রাপ্ত ব্যক্তি (প্রবেশনার) বা শিশু আইন ২০১৩ মোতাবেক ডাইভারশন প্রাপ্ত শিশুদের সামাজিক ও অর্থনৈতিক পুনর্বাসনে সহায়তা করা| |
অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির অনুমোদিত নথি |
প্রবেশন কার্যালয় ও জেলা কারাগার |
বিনামূল্যে |
অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির অনুমোদন ও নির্ধারিত সময়সীমার মধ্যে |
প্রবেশন অফিসার প্রবেশন অফিসারের কার্যালয় বান্দরবান পার্বত্য জেলা| ফোন: ৮৮০-২৩৩৭৭১০১১৭ Email: po.bandarban@dss.gov.bd |
৭ |
কারাবন্দী, প্রবেশনার বা ডাইভারশন প্রাপ্ত শিশুদের পুনর্বাসনে সহায়তা |
কারাবন্দী ব্যক্তিদের শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান অপরাধী সংশোধন ও পুনর্বাসনসমিতি, বান্দরবানের মাধ্যমে বান্দরবান কেন্দ্রীয় কারাগারে বন্দী ব্যক্তিদের বিভিন্ন শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ ট্রেডের ( সেলাই ও বন্ঢক বাটিক/ ইলেক্ট্রনিক্স) মাধ্যমে শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান| |
অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির অনুমোদিত নথি |
প্রবেশন কার্যালয় ও জেলা কারাগার |
বিনামূল্যে |
বিনামূল্যে |
প্রবেশন অফিসার প্রবেশন অফিসারের কার্যালয় বান্দরবান পার্বত্য জেলা| ফোন: ৮৮০-২৩৩৭৭১০১১৭ Email: po.bandarban@dss.gov.bd |
৮ |
কারাবন্দীদের জন্য বিনোদনমূলক কার্যক্রম পরিচালনা |
অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি, বান্দরবানের মাধ্যমে বান্দরবান কেন্দ্রীয় কারাবন্দী ব্যক্তিদের জন্য বিনোদনমূলক কার্যক্রম পরিচালনা করা| |
অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির অনুমোদিত নথি |
প্রবেশন কার্যালয় ও জেলা কারাগার |
বিনামূল্যে |
অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির অনুমোদন ও নির্ধারিত সময়সীমার মধ্যে |
প্রবেশন অফিসার প্রবেশন অফিসারের কার্যালয় বান্দরবান পার্বত্য জেলা| ফোন: ৮৮০-২৩৩৭৭১০১১৭ Email: po.bandarban@dss.gov.bd |
৯ |
কারাগারে আটক শিশুদের মুক্তি/ উন্নয়ন কেন্দ্র বা সর্বোত্তম বিকল্প পরিচর্যায় বা স্থানান্তরে সহায়তা |
কারাগারে আটক শিশুদের মুক্তি / উন্নয়ন কেন্দ্র বা সর্বোত্তম বিকল্প পরিচর্যায় বা স্থানান্তরে সহায়তা প্রদান করা | |
আদালত বা থানা কর্তৃক নির্ধারিত নথি |
সংশ্লিষ্ট আদালত ও প্রবেশন কার্যালয় |
বিনামূল্যে |
আদালত কর্তৃক নির্ধারিত সময়সীমা |
প্রবেশন অফিসার প্রবেশন অফিসারের কার্যালয় বান্দরবান পার্বত্য জেলা| ফোন: ৮৮০-২৩৩৭৭১০১১৭ Email: po.bandarban@dss.gov.bd |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস